সিলেটে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য লীগের স্থান হবে না!
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৫৩,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৮৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য লীগ নামে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সিলেট জেলা প্রেস ক্লাবে এ তথ্য প্রকাশ করে তাদের সম্পর্কে সতর্ক থাকার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য লীগের সঙ্গে জড়িতরা চাঁদাবাজ চক্র। তারা দেশের বিভিন্ন স্থানের ন্যায় সিলেটেও ডালপালা মেলার চেষ্ঠা করছে। একটি চক্র তাদের মদদ দিচ্ছে। কিন্তু পূণ্যভূমি সিলেটে তাদের স্থান হবে না। এমনকি দেশের কোথাও তাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না।
লিখিত বক্তব্যে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর (পলাশ) উল্লেখ করেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধানে সারা দেশে পরিবহন সেক্টরে দুর্ঘটনাসহ শৃংখলা ফিরিয়ে আনতে সরকারের যোগাযোগ মন্ত্রনালয়সহ সমাজের বিভিন্ন স্তরের সাথে সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করতে ঢাকাস্থ ফুলবাড়িয়া বাস টার্মিনালের ইসমাইল হোসেন বাচ্চু ওরফে কালা বাচ্চু ওই লীগ সৃষ্টি করেন। এক সময় বাচ্চু পরিবহন শ্রমিক নেতা ছিলেন। শ্রমিক নেতা থাকা অবস্থায় সে ফুলবাড়িয়া টার্মিনালস্থ বাস-মিনিবাস, টার্মিনালের উভয় পাশের দোকানদার এবং রাস্তার হকারদের কাছ থেকেও প্রচুর পরিমানে চাঁদা আদায় করতেন। তার কর্মকান্ডের ফলে টার্মিনালের শ্রমিকরা অতিষ্ঠ হয়ে তাকে সংগঠন থেকে বহিস্কার করে। বহিস্কারের পর গত ২ বছর ধরে টার্মিনাল দখলসহ পরিবহনে চাঁদাবাজির পাঁয়তারা করে আসছেন। তার বিরুদ্ধে পল্টন, যাত্রাবাড়ি, চৌদ্দগ্রাম থানাসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।
বক্তব্যে বলা হয়, কিছু নামধারী মালিক-শ্রমিক ও সস্ত্রাসী সাথে নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যলীগ নামে যে কমিটি গঠন করা হয়েছে তার সঙ্গে পরিবহনের প্রকৃত মালিক-শ্রমিকদের সম্পৃক্ততা নেই। ওই শ্রমিক নামধারীরা সম্প্রতি বিভিন্ন কৌশল অবলম্বন করে এফবিসিসিআই’র পরিচালক (সিআইপি), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাস মিনিবাস ও ট্রাক মালিকদের দেশব্যাপী জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ’র নামে নানাভাবে অপপ্রচার করছে। সিলেটের নেতৃবৃন্দ সড়ক নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি সাধারণ সম্পাদক ময়নুল হক, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সড়ক পরিবহন মালিক সমিতির নেতা আব্দুর রহিম, রিহাদ আহমদ, হিরন মিয়া, রেজওয়ান আহমদ রাজন, শেকু আহমদ, আব্দুর রকিব, ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির মুজিবুর রহমান, ইকবাল হোসেন, ফয়জুল হক, কয়ছর আলী, শাজাহান মিয়া, মুহিত মিয়া প্রমুখ।