রিমান্ড নামঞ্জুর করে জামিন পেলেন মেজর হাফিজ
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:১৯,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে জামিন দিয়েছেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এদিন সিঙ্গাপুর থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হওয়া হাফিজউদ্দিন আহমেদকে আদালত হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করা হয়।
অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১২ অক্টোবর) সিঙ্গাপুর থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করে র্যাব-৪। পরে র্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়।
একই অভিযোগে কর্নেল ইসহাক খালেদা জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়। তাকে শনিবার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হলেও বিএনপির দাবি, দলের ভাইস-চেয়ারম্যান হাফিজকে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে।