গোলাপগঞ্জে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন অর্ধশতযাত্রী!
প্রকাশিত হয়েছে : ১২:৫১:১৪,অপরাহ্ন ১৩ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট-জকিগঞ্জ সড়ক। এটি একটি মহাসড়ক। সবসময়ই বেপরোয়া গাড়ি চলে এ সড়ক দিয়ে। এ সড়কে প্রাণগেছে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে অনেকের। ব্যস্ততম এ সড়কে গাড়ি নিয়ে উঠলেই বেপরোয়া হয়ে উঠেন চালকরা। কে কার আগে গন্তব্যে পৌছাবেন শুরু হয় প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতায়ই প্রাণ গেছে অনেক যাত্রী, পথচারী এমনকি খুদ চালকেরও। তবুও থেমে নেই প্রতিযোগিতা। এমনই এক প্রতিযোগিতা করতে গিয়ে বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন একটি যাত্রীবাহী বাসের প্রায় অর্ধশত যাত্রী।
রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টার দিকে ঢাকাদক্ষিণ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোলাপগঞ্জ চৌমুহনীতে আসামাত্র অপর একটি বাসের সাথে প্রতিযোগিতা শুরু করে। কে কাকে ওভারটেক করে আগে যাবেন এমন প্রতিযোগিতা চলছিলো তাদের মাঝে। সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমীর সামনে আসামাত্র ঢাকাদক্ষিণ থেকে ছেড়ে আসা বাস (সিলেট-জ-১১-০২২২) অপর বাসটি ওভারটেক করতে গিয়ে চলে যায় পাশের খাদে। এতে কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে উপরে নিয়ে আসেন। আহতদের মধ্যে নারীসহ ৭ জনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এসময় গাড়িতে থাকা যাত্রীরা চালককে দূষারোপ করে বলেন, যখন থেকেই সে বেপরোয়া গাড়ি চালাচ্ছিল তখন থেকেই আমরা বলে আসছিলাম সাবধানে চালাতে, কোন দূর্ঘটনা ঘটতে পারে। কিন্তু চালক কোন কর্ণপাতই করেনি।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান বলেন, গাড়ির চালক বা হেলপারকে পাওয়া যায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি। তবে, বড় ধরণের দূর্ঘটনা থেকে অনেক যাত্রী রক্ষা পেয়েছেন বলে তিনি জানান।