আবরার হত্যায় সিলেটের মাজেদ ৫ দিনের রিমান্ডে!
প্রকাশিত হয়েছে : ৬:১২:০৫,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১০৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিলেটের মাজেদুর রহমান মাজেদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ফাহাদ হত্যা মামলায় ৮ নম্বর আসামি মাজেদুল বুয়েটের এমএমই বিভাগ, ১৭তম ব্যাচের ছাত্র।
শনিবার (১২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী রিমান্ডের আদেশ দেন। আদালত মাজেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আট কার্যদিবসের মধ্যে তা শেষ করার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান (হিরণ) জামিন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। শুনানিকালে মাজেদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে শুক্রবার (১১অক্টোবর) ভোর ৪টার দিকে সিলেটের শাহ-কিরণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। “গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ ধানমন্ডি ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাজেদুলকে গ্রেপ্তার করে।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন বেদম পেটায়।
এ ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যায় চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।