ভারতীয় তরুণীর স্ট্যাটাস: দেশের স্বার্থ নিয়ে লেখায় এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে!
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:০২,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১৩৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ খুনের ঘটনায় ভারতীয় এক তরুণীর আবেগময় ও আক্ষেপের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় ঐ তরুণীর নাম তনুশ্রী রায়।
তিনি আক্ষেপ করে বলেছেন, ‘নিজের দেশের স্বার্থ নিয়ে লিখার জন্য কিভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে, এটা আমার কাছে আশ্চর্য লাগছে।’
আবরারকে নিয়ে লেখা তনুশ্রী রায়ের (Tanusree Roy) স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-
‘যদিও আমি ভারতীয় তারপরও বাংলাদেশের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে।
কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশেরই মানুষ ছিলেন ৪৭’র দেশভাগের পর ভারতে চলে আসেন। বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আমি সবসময় চাই। শুনলাম ভারত-বাংলাদেশের চুক্তি নিয়ে স্ট্যাটাস দেয়ায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। স্ট্যাটাসটা আমি পড়লাম, নিজের দেশের স্বার্থ নিয়ে লিখার জন্য কিভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে এটা আমার কাছে আশ্চর্য লাগছে।
সামান্য ফেসবুক স্টাটাসের কারণে মানুষ খুন করে ফেলা হচ্ছে বাংলাদেশে। কিভাবে এমন একটা দেশে মানুষ বাস করে!’