গ্রেফতারের পর দল থেকে বহিস্কার করা হলো!
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:০৪,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ক্যাসিনো অভিযানের শুরু থেকেই ঢাকা দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি এনামুল হক আরমানকে নিয়ে চলছিল নানা গুঞ্জন। ক্ষমতার জোরে রাজধানীজুড়ে নানা অপকর্ম করেছেন এনদু’জন। অবশেষে নানা নাটকীয়তার পর শনিবার (৫ অক্টোবর) তাদের দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়।
রবিবার (৬ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নেয়। যুবলীগের প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোর পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের একটি বাড়ি থেকে র্যাব সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে। চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে বলা হয়।