কাশ্মীর ইস্যুতে এবার মাঠে সাংবাদিকরা!
প্রকাশিত হয়েছে : ৩:২৪:৫৭,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯ | সংবাদটি ২৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জম্মু-কাশ্মীরের সঙ্গে পুরো বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ার প্রতিবাদে এবার মাঠে নেমেছেন দেশটির সাংবাদিকরা।
শনিবার (৫ অক্টোবর) প্রতিবাদ জানাতে কাশ্মীরে আন্দোলন করেন সাংবাদিকরা। এর আগেও বৃহস্পতিবার কয়েকজন সাংবাদিক অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
এ বিষয়ে ‘দ্য ওয়াশিংটন টাইমস’- এ প্রকাশিত এক খবরে বলা হয়, আন্দোলনে উপস্থিত সাংবাদিকরা কাশ্মীরে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সঙ্গে গণমাধ্যমের ‘মুখ বন্ধ’ করে দেওয়ার তুলনা করেছেন। এ সময় তারা ইন্টারনেট ও মোবাইল সংযোগ ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানান।
এ বিষয়ে এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন, সরকারের আরোপিত যোগাযোগ বন্ধ থাকার কারণে আমরা যথাযথভাবে তথ্য সংগ্রহ ও সরবরাহ করতে পারছি না। আমাদের দাবি শিগগিরই ইন্টারনেট ও মোবাইল সংযোগ ফিরিয়ে দেওয়া হোক।
এ সময় আন্দোলনে উপস্থিত সংবাদকর্মীরা জানান, ভারত সরকার এই অঞ্চলে একটি মিডিয়া সেন্টার চালু করেছে ঠিকই, কিন্তু এই মিডিয়া সেন্টারে মাত্র কয়েকটি কম্পিউটারেই ইন্টারনেট সুবিধা রয়েছে। যা আমাদের চাহিদা একেবারেই মেটাতে পারছে না।
এছাড়া যেকোনো মূল্যে কাশ্মীর ইস্যুতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান আন্দোলনে উপস্থিত সাংবাদিকরা।