নাইজেরিয়ায় মিললো ‘শিশু বিক্রির কারখানা’!
প্রকাশিত হয়েছে : ১:৫৭:২৯,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৩৮৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নাইজেরিয়ায় ‘বেবি ফ্যাক্টরি’ থেকে ১৯ নারী ও শিশু উদ্ধার। শুনতে অবাক লাগলেও সত্যটা এমনই। নাইজেরিয়ায় শিশু বিক্রির কারখানার অনুসন্ধান পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে নাইজেরিয়ায় নারী ও কিশোরীদের অপহরণের পর গর্ভধারণে বাধ্য করা হয়। পরে সে সন্তান ভূমিষ্ঠ হলে তাকে বিক্রি করে দেয়া হয়।
নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোসে এমন একটি কারখানা থেকে ১৯ নারী ও শিশু উদ্ধার করা হয়েছে। চাকরিসহ নানা ধরণের প্রলোভন দেখিয়ে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ১৫-২৮ বছরের মেয়েদের লাগোসে নিয়ে আসে একটি চক্র।
পরে তাদের বন্দি রেখে অবৈধ গর্ভধারণে বাধ্য করা হয়। পুলিশ বলছে, সন্দেহভাজন চক্রটি জোরপূর্বক গর্ভধারণের জন্য অধিকাংশ তরুণীকে অপহরণ করে থাকে।
স্থানীয় মেয়েদের গৃহপরিচারিকার কাজের প্রলোভন দেখিয়েও নিয়ে আসা হয় দেশের পূর্বাঞ্চলের ‘বেবি ফ্যাক্টরি’তে ।
শিশু জন্মের পর তাদের চড়াদামে বিক্রি করে থাকে চক্রের সদস্যরা। স্থানীয় মুদ্রায় একজন ছেলেশিশুর জন্য পাঁচ লাখ এবং মেয়ে শিশুর জন্য তিন লাখ পর্যন্ত দাম ওঠে যা বাংলাদেশের টাকায় যথাক্রমে দেড় লাখ ও ৮০ হাজার টাকা। পূর্বাঞ্চলের স্থানীয় জনগণ এসব ‘বেবি ফ্যাক্টরি’ বিষয়ে অবগত আছে। সূত্র: বিবিসি