জিকে শামীম সরকারী কাজ কিভাবে পেলো!
প্রকাশিত হয়েছে : ১২:৫০:০২,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকারের প্রায় সব ঠিকাদারি কাজ জি কে শামীম কিভাবে পেলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পূর্তমন্ত্রী বলেন, জি কে শামীমের ঠিকাদারি কাজ পাওয়ার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, জি কে শামীমের এসব দরপত্র পাওয়ার ক্ষেত্রে পূর্তমন্ত্রণায়লের কেউ যদি জড়িত থাকে সেটিও খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে কারো দুর্নীতি বরদাশত করা হবে না।
অভিযোগ উঠেছে, পিডাব্লিউডি প্রধান প্রকৌশলীদের ঘুষ দিয়ে তিনি কাজ বাগিয়েছিলেন, এ বিষয়ে তদন্তে উঠে আসবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত চলছে। তদন্তে কোনো কিছুই বাদ যাবে না। সব বিষয় উঠে আসবে।
মন্ত্রণালয় থেকে আলাদা কোনো তদন্ত কমিটি গঠন করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে শ ম রেজাউল করিম বলেন, তদন্ত চলাকালীন সময়ে আলাদা আরেকটি তদন্ত কমিটি গঠন করা আইনসিদ্ধ নয়। এতে তদন্ত ব্যাহত হতে পারে।