নির্বাচন ভবন থেকে ইসি কর্মকর্তা আটক!
প্রকাশিত হয়েছে : ৪:১৬:২৩,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে আশ্রয়ে থাকা মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ তথ্য নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) আবদুল বাতেন।
আটক ওই কর্মকর্তার নাম শাহানুর মিয়া। তিনি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের একজন কর্মকর্তা। শাহানুর এনআইডি অনুবিভাগে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত।
আবদুল বাতেন বলেন, সোমবার বিকালে ডিবি পুলিশ শাহানুরকে অফিস থেকে আটক করেছে। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এবারের হালনাগাদে ৬১ জন রোহিঙ্গাকে ভোটির তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টা হয়েছে জানিয়েছে ইসি।
রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার জড়িত থাকার অভিযোগে ইসির প্রধান কার্যালয় থেকে আটকের ঘটনা এটাই প্রথম।এর আগে চট্টগ্রামের ডাবলমুরিং থানার ইসি কার্যালয়ের অফিস সহায়ক জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।