ফতুল্লার জঙ্গি আস্তানাটি বোমা তৈরির ল্যাব!
প্রকাশিত হয়েছে : ৩:৪৪:০৬,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নারায়ণগঞ্জের ফতুল্লার জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির সদস্যরা বোমা তৈরির ল্যাব হিসেবে ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ফতুল্লার পিলকুনী তক্কারমাঠ এলাকায় বাড়িটিতে অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত পুলিশের একাধিক সূত্র এ তথ্য দিয়েছে।
বাড়ির মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নাল আবেদিন। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ কয়েকটি ইউনিট এ অভিযানে অংশ নেয়।
অভিযানের আগে ভোরে বাড়ির মালিকের দুই ছেলে ফরিদউদ্দিন রুমি ও জামালউদ্দিন রফিক এবং ফরিদউদ্দিনের স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফোয়ারা ওরফে অনুকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। তবে রুমি ও তার স্ত্রীর পরিচয় শনাক্ত করে তাদের আটকের কথা জানিয়েছেন সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে বিস্ফোরক দ্রব্য মিলেছে। অভিযানে যেসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে, তাতে কমপক্ষে ১৫/২০টি বোমা (আইইডি) তৈরি করা যেত।
তিনি জানান, রাজধানী ঢাকা থেকে আরও একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র জানায়, বাড়িটিতে শক্তিশালী কয়েকটি বোমা, বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম,বিস্ফোরক তৈরির উপাদান, আইডি, খেলনা পিস্তল ও চাপাতিসহ নানা সরঞ্জাম দেখা যায়। সেখানে মূলত বোমা তৈরির ল্যাব হিসেবেই কার্যক্রম চলত।