গোলাপগঞ্জে আটক দুই নাবালিকাই কি মূল অপহরণকারী!
প্রকাশিত হয়েছে : ৩:১৩:৫৭,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ থেকে অপহৃত শিশুসহ দুই নাবালিকাকে আটক করেছে জনতা। ঐ শিশুকে তারা মৌলভীবাজারের জুড়ি থেকে অপহরণ করে ঢাকাদক্ষিণে নিয়ে আসে। তবে অপহরণে শুধু এ দুই নাবালিকা জড়িত না আরো কেউ আছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে সকলের মাঝে। অনেকে বলছেন এ দুই অপহরণকারী শিশুই অবুঝ, আসলে কি তারা অপহরণকারী না অন্য কেউ তাদের সাথে আছে। এমন প্রশ্ন সকলের মুখে মুখে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকাদক্ষিণ বাণিজ্য মেলার প্রবেশ মুখ থেকে অপহৃত শিশু মৌলভীবাজারের জুড়ি উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আজিদ মিয়ার পুত্র আশরাফুল ইসলাম রাশেদকে (৭) দুই অপহরণকারী নাবালিকাসহ উদ্ধার করা হয়। অপহরণকারী ঐ দুই নাবালিকা গোলাপগঞ্জ উপজেলার কোনাচর গ্রামের জিয়া উদ্দিনের দুই কন্যা লিমা বেগম(১৩) ও ফাহমিদা বেগম (১১)। তারা বর্তমানে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় বসবাস করেন।
জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মৌলভীবাজারের জুড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত বানিজ্য মেলা থেকে অপহরণ হয় হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম রাশেদ (৭)। দু’দিন থেকে পিতা-মাতা ও আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ঢাকাদক্ষিণে খোঁজতে এসে বাণিজ্য মেলার গেইটে রাশেদকে দেখতে পান তারা। এসময় পাশে থাকা ঐ দুই নাবালিকাকে আটক করে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন জনতা। এসময় ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দিয়ে অপহরণকারী দুই নাবালিকাকে তাদের কাছে সোপর্দ করেন।
আটক নাবালিকাদের পুলিশ থানায় নিয়ে গেলেও উপস্থিত জনতা বলছেন, শুধুমাত্র এ দুই নাবালিকা অপরণকারী নয়, তাদের সাথে আরো লোক রয়েছে। অনেকে বলেন, এক মেলা থেকে হারলো আর অন্য মেলায় পাওয়া গেলো। এতে সন্দেহ হচ্ছে মেলায় স্টল দাতাদের কেউ তাদের সাথে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলে আসল অপরণকারী বেরিয়ে আসবে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের সাথে কারা জড়িত রয়েছে তা খোঁজে বের করা হবে। আটককৃতদের সকালে কোর্টে তোলা হবে বলে তিনি জানান।