খালেদের ‘টর্চার সেল’ লোম শিউরে ওঠার মতো!
প্রকাশিত হয়েছে : ৩:০৪:৪১,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১০৬৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অবৈধ জুয়ার আসরের পর এবার ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার ভয়ঙ্কর এক টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব-৩।
র্যাব বলছে, কোনো ব্যবসায়ী বা অন্য কেউ চাঁদা দিতে না চাইলেই ওই টর্চার সেলে নিয়ে তাদের নির্মম নির্যাতন করা হতো।
বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের উল্টো দিকে ইস্টার্ন কমলাপুর টাওয়ারে খালেদের এই টর্চার সেলের সন্ধান পায় র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, কেউ চাঁদা দিতে না করলেই টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হতো। উচ্চ মাত্রায় সুদসহ পাওনা টাকা আদায়সহ সব ধরনের কাজে ব্যবহার করা হতো এই টর্চার সেল। টর্চার সেলে নির্যাতনের অনেক ধরনের যন্ত্রপাতি রয়েছে।
তিনি বলেন, খালেদের টর্চার সেলে অভিযান চলমান রয়েছে। এখানে যা দেখছি লোম শিউরে ওঠার মতো অবস্থা।
বুধবার বিকেলে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব-৩ কার্যালয়ে নেয়া হয়।
এর আগে রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় তার মালিকাধীন ‘ইয়ংমেন্স ফকিরেরপুল’ ক্লাবের ক্যাসিনোতে র্যাব অভিযান চালায়। এসময় ক্যাসিনো থেকে ১৪২ জনকে আটকসহ বিপুল পরিমাণ টাকা জব্দ করেছে র্যাব।