ক্যাসিনো অফিসে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও মেননের ছবি!
প্রকাশিত হয়েছে : ২:৫০:৩৮,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১৫৩৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর ফকিরাপুলের ‘ক্যাসিনো’ চালানো ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝোলানো। এর বিপরীত পাশের দেয়ালে ঝোলানো রাশেদ খান মেননের ছবি। রাশেদ খান মেনন এমপি ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান। এছাড়াও একটি ক্রেস্ট প্রদান বা গ্রহণ করছেন মেনন, এমন একটি ছবিও ঝুলছে দেয়ালে। ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে অভিযুক্ত ওই ক্লাবের সভাপতি ও যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার সঙ্গে তার ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যম ভাইরাল হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে এই ক্লাবের সভাপতি যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। ক্লাবটির ‘ক্যাসিনো’তে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৪২ জনকে আটক করা হয়। এ সময় আনুমানিক ২০ লাখ টাকাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
জানা গেছে, ২০১৬ সালের ১৯ জুন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে খালেদ মাহমুদ ভূঁইয়াকে সভাপতি ও মোহাম্মদ সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
ফকিরেরপুলের এই ক্লাবটির প্যাভিলিয়নে কার্যনির্বাহী কমিটির এক সভায় ওই নতুন কমিটি অনুমোদনের পাশাপাশি তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপিকে সর্বসম্মতিক্রমে ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।