গোলাপগঞ্জে টেকনিক্যাল কলেজের কাজ তদারকি সাবেক শিক্ষামন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৪:০৩:৪৮,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে নির্মাণাধিন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ তদারকি করলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমুড়া ইউপির ধারাবহরে নির্মাণাধিন ভবনের কাজ পরিদর্শণে গেলে নির্মাণে কোন সমস্যা হচ্ছে কি না তা তিনি ঘুরে ঘুরে তদারকি করেন। এসময় সঠিক ও মজবুত ভাবে কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলেন। কোন রকম ফাঁকিবাজি বা মাল-মেটেরিয়াসে কোন ভেজাল যেন না হয় সে বিষয়েও তিনি তাদের হুশিয়ারী করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, আওয়ামীলীগ নেতা সোহেল বক্স, সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাফরান জামিল, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নাজিম লস্কর, শাহরিয়ার লস্কর প্রমুখ।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলার একমাত্র টেকনিক্যাল কলেজ স্থাপনের জন্য ‘ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’ নিজস্ব অর্থায়নে ভূমি ক্রয় করে দেয়। এর পর গত বছরের ২৬ সেপ্টেম্বর ২২ কোটি টাকা ব্যয়ে কলেজের পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।