মুসলিম পরিচয় দিয়ে বিয়ের তিনপর হিন্দু যুবক আটক!
প্রকাশিত হয়েছে : ১১:২২:১৫,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৯৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মুসলমান পরিচয় দিয়ে দশম শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের তিনদিন পর হিন্দু ধর্মালম্বী এক প্রতারক ব্যংক কর্মকর্তাকে আটক করেছে জনতা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতারণার অভিযোগে পিরোজপুর পৌর শহরের ইয়াছিন পুল এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ব্যাংক কর্মকর্তার নাম বাদল কুমার রায় (২৭)। তিনি জেলার সদর উপজেলার পাড়েরহাট এলাকার বাদুরা গ্রামের শিতাংশু কুমার রায়ের ছেলে এবং হুলারহাট এলাকার রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, প্রতারক ওই যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
ওই ছাত্রী জানান, রূপালী ব্যাংক কর্মকর্তা বাদল নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এক বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। বাদল তার নাম জানান বাদল শেখ। এক বছরের সম্পর্কের পর তিন দিন আগে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর ওই ছাত্রী জানতে পারেন বাদল মুসলমান নয়। পরে বিষয়টি জানালে স্থানীয়রা বাদলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আটক ব্যাংক কর্মকর্তা বাদল থানা হাজতে রয়েছে। এ ব্যাপারে স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দিলে মামলা নেওয়া হবে।