মোদিকে হুমকি দেয়া পাকিস্তানী অভিনেত্রী আটক!
প্রকাশিত হয়েছে : ১০:০১:৪৮,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপ পাঠানোর হুমকি দেয়া সেই পাকিস্তানের অভিনেত্রী রবি পীরজাদাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে, পাইথন এবং আরও নানা সরীসৃপ প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অভিযোগ রয়েছে রবি পীরজাদার বিরুদ্ধে। নিজের বিউটি পার্লারে পাইথনসহ বাকি সরীসৃপ প্রাণীগুলিকে রাখতেন এই অভিনেত্রী।
চলতি মাসের শুরুর দিকে নরেন্দ্র মোদিকে বিষধর সাপ পাঠানোর হুমকি দিয়েছিল এই পাক অভিনেত্রী। ওই হুমকির ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে মোদিকে সরাসরি হুমকি দেওয়ার বিষয় নিয়ে দুই দেশের নেটিজেনদের মধ্যে বেজায় উত্তেজনাও ছড়িয়েছিল।