ফেঞ্চুগঞ্জ সেতুর ‘টোল বক্সে’ দুদকের আকষ্মিক হানা!
প্রকাশিত হয়েছে : ১১:০২:৫৮,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬১৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের ফেঞ্চুগঞ্জ সেতুর টোল আদায়ে অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেতুর টোল আদায়ে অনিয়ম নিয়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে টনক নড়ে দুদকের। এমন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ সেপ্টেম্বর) আকষ্মিক টোল বক্সে হানা দেন দুদক কর্মকর্তারা। এ অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিযানকারীরা।
জানা গেছে, সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে ‘ফেঞ্চুগঞ্জ সেতু’র টোল বক্সে দীর্ঘদিন থেকে চলছে অনিয়ম। অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয় এই অভিযানে নামে। রবিবার দুপুরে সিলেট জেলা দুদকের সহকারী পরিচালক মোস্তফা বোরহান উদ্দিন আহমদের নেতৃত্বে দুদক কর্মকর্তারা আকষ্মিত টোল বক্সে হাজির হন।
অভিযানে দুদক দল টোল বক্সে বৈধতা, টোল আদায়ের হিসাবসহ কর্মরতদের নিয়োগ বৈধতার ব্যাপারে তদন্ত চালান। অনিয়মের বিষয়ে টোলবক্সে দায়িত্বরত ম্যানেজার শহিদুল ইসলামের কাছ থেকে কোন সদুত্তর পায়নি দুদক। প্রায় দুই ঘন্টা পর্যন্ত চলে এ অভিযান। অভিযান শেষে
মোস্তফা বোরহান উদ্দিন বলেন, সেখানে গিয়ে ফেঞ্চুগঞ্জ সেতুর টোল বক্সের বিভিন্ন অনিয়মের সত্যতা আমরা পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
অভিযানে উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা সম্বনয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও অন্যান্য সদস্যবৃন্দ।