সিলেটে আশুরায় মাঠে থাকবে সাদা পোশাকে নজরদারি: পুলিশ সুপার
প্রকাশিত হয়েছে : ৫:০২:১৫,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পবিত্র আশুরা উপলক্ষে সিলেট নগরীর অলিগলি ও মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সিলেট জেলায় পবিত্র আশুরা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব মো। মাহবুবুল আলম, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুনসহ ওসমানীনগর থানা আশুরা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সিলেট জেলার পুলিশ সুপার আরো বলেন, সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সিলেট জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, আশুরা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সকলের সার্বিক সহযোগিতায় সিলেট জেলার আশুরার কার্যক্রম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।