ফেঞ্চুগঞ্জে ক্লাসে বসা নিয়ে কিল-ঘুষিতে শিক্ষার্থীর মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৪:১১:১১,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের প্রথম সারিতে বসা নিয়ে ঝগড়ার জেরে সহপার্ঠীর কিল-ঘুষিতে প্রাণ হারালেন অষ্টম শ্রেণির ছাত্র মাজেদ ইসলাম (১৪)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৩য় ঘন্টা শেষে প্রথম সারিতে বসা নিয়ে নিহত মাজেদ ইসলামের সাথে তার সহপার্ঠী সাইফুর রহমান সায়েমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সহপার্ঠী সাইফুর রহমান সায়েম মাজেদ ইসলামকে কিলঘুষি মারতে থাকে। কিল-ঘুষিতে মাজেদ ইসলাম শ্রেণীকক্ষেই অজ্ঞান হয়ে পড়ে।
খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মাজেদ ইসলামকে ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পুলিশ সাইফুর রহমান সায়েমকে আটক করেছে। নিহত মাজেদ ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আলতা মিয়ার পুত্র ও আটক সাইফুর রহমান সায়েম উপজেলার মনরটুক গ্রামের আমির আলীর পুত্র।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সাজিদুল হক চৌধুরী ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে আসেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার বদরুজ্জামান জানান, নিহত মাজেদ ইসলামের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।