স্কুলে চাপাতি হামলায় নিহত ৮ শিশু শিক্ষার্থী!
প্রকাশিত হয়েছে : ২:৫৫:০০,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চীনের হুবেই প্রদেশের এক প্রাথমিক স্কুলে চাপাতি হামলায় কমপক্ষে আট স্কুলশিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, হুবেই প্রদেশের ইনশি শহরের চাওইয়াংপো প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল আটটার দিকে অজ্ঞাত এক ব্যক্তি চাপাতি নিয়ে প্রবেশ করে এবং শিশুদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে স্কুলের আট শিশু নিহত এবং আরো দুইজন আহত হয়। এদের বেশিরভাগেরই সেদিন ছিলো স্কুলের প্রথম দিন।
এই হামলার সঙ্গে জড়িত থাকার ঘটনায় ইউ নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে হামলাকারী কি কারণে এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এছাড়া হামলায় হতাহতের পরিচয় ও বয়স-ও প্রকাশ করা হয়নি। সাধারণতঃ চীনের প্রাথমিক স্কুলগুলোতে পড়ুয়াদের বয়স ৬ থেকে ১৩ বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
এই হামলার পর ইনশির পুলিশ দেশটির নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে একটি বিবৃতি দেয়। তবে কিছুক্ষণ পর তা সরিয়ে নেয়া হয়।
প্রসঙ্গত, চীনে এ ধরনের স্কুল হামলা কোনো নতুন ঘটনা নয়। গত অক্টোবরে চংকিং এলাকায় এক স্কুলে ছুরি নিয়ে হামলায় চালায় এক নারী। এতে কমপক্ষে ১৪ জন শিশু নিহত হয়েছিল। এর আগে ২০১৮ সালের এপ্রিলে সানঝি প্রদেশের এক স্কুলে হামলা চালিয়ে নয় শিশুকে হত্যা করেছিল এক ব্যক্তি।