কাশ্মীরে স্বাধীনতাকামীরা নামলেন মাঠে!
প্রকাশিত হয়েছে : ৯:৪২:১৪,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৭৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কাশ্মীরে স্বাধীনতাকামীরা নামলেন মাঠে। এসময় ভারতীয় বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজ শেষে রাজধানী শ্রীনগরে সড়কে অবস্থানরত ভারতীয় বাহিনীর সাথে এই সংঘর্ষ হয়।
এদিকে কেন্দ্রীয় সরকার সাফাই দিলেও কাশ্মীরের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে বাতিল হওয়া বিধানসভায় সিপিআইএমের বিধায়ক ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার কাশ্মীর যান সীতারাম। সেখান থেকে ফিরে শুক্রবার ইয়েচুরি জানান, কাশ্মীরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গিয়েছে, তাতে কাশ্মীর স্বাভাবিক নয়।
তিনি জানান, শ্রীনগর বিমানবন্দর থেকে তাকে পাহারা দিয়ে তারিগামির বাড়িতে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি যে গেস্ট হাউজে তাকে রাখা হয়েছে সেখানেও কারও সঙ্গে তাকে কথা বলত দেয়া হয়নি।