ইটের জবাব পাথর দিয়ে দেয়ার হুশিয়ারী পাক প্রধানমন্ত্রীর!
প্রকাশিত হয়েছে : ১২:৫১:১২,অপরাহ্ন ৩১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৫০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের ইটের জবাব পাকিস্তান পাথর দিয়ে দেবে বলে মোদী সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, অবরুদ্ধ কাশ্মীরীর থেকে বিশ্ববাসীর নজর ফেরাতে মোদী সরকার আজাদ কাশ্মীর নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু আমাদের সেনাবাহিনী ভারতের ইটের জবাব পাথর দিয়ে দেবে।
শুক্রবার (৩০ আগস্ট) কাশ্মীরিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামাবাদের কনস্টিটিউশন অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ সমস্ত পাকিস্তান কাশ্মীরিদের সাথে দাঁড়িয়েছে, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমি প্রতিটি ফোরামে কাশ্মীর ইস্যু নিয়ে লড়াই করব।
ইমরান খান বলেন, হিটলারের নাৎসি বাহিনী যেভাবে জার্মানি দখল করেছিল, ঠিক তেমনি আরএসএস ভারতকে দখল করেছে। বিজেপি এবং আরএসএস ভারতের সংবিধান ও আইনকে অমান্য করছে। এখনই ভারতকে শিক্ষা দেয়ার সময় এসেছে।
ইমরান খান আবারও শেষ পর্যন্ত কাশ্মীরীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, কাশ্মীরের ভাই-বোনেরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা কাশ্মীরিদের দুঃখ ও বেদনাকে গভীরভাবে অনুভব করি। এটি আমাদের বার্তা যে স্বাধীনতা না পাওয়া পর্যন্ত পাকিস্তান তাদের পাশে থাকবে।
পাক প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক সংস্থাগুলো মুসলমানদের উপর নিপীড়নের বিষয়ে নীরব। যদি মোদীর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বিশ্ব না দাঁড়ায় তবে এর প্রভাব পুরো বিশ্বেই পরবে।