বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯ এর লিখিত সংবাদ সম্মেলনের বক্তব্য
প্রকাশিত হয়েছে : ৩:১২:৫৭,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য আয়োজিত।
বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯
সংবাদ-সম্মেলন
৩০শে অগাস্ট ২০১৯
লন্ডন বাংলা প্রেসক্লাব
সম্মানীত সাংবাদিকবৃন্দ
আপনাদের প্রতি সালাম ও শুভেচ্ছা। ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃৃতিক উৎসব ২০১৯’ উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্য, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সুপ্রিয় সাংবাদিকবৃন্দ
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সকল সাহিত্যপ্রেমী পাঠক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের জানাতে চাই যে, প্রতি বছরের মতো এবারও আমরা আগামী ৮ এবং ৯ই সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯’-এর সকল প্রকার আয়োজন সম্পন্ন করেছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি, ঢাকা; বাংলাদেশ হাইকমিশন, লন্ডন এবং বিলেতের সকল লেখক-পাঠক-সাংবাদিক-কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় আয়োজিত মেলায় এ বছর অংশগ্রহণ করছে- বাংলা একাডেমি, আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, আহমেদ পাবলিশিং হাউস, পাঞ্জেরী পাবলিকেশন্স, অনিন্দ্য প্রকাশ, উৎস প্রকাশন, অনার্য পাবলিকেশন্স, পরিজাত প্রকাশনী, পুঁথিনিলয়, নালন্দা, শিখা প্রকাশনী, শব্দশৈলী, দ্য ইউনিভার্সেল একাডেমি, বাসিয়া প্রকাশনী এবং পাণ্ডুলিপি প্রকাশনসহ বাংলাদেশের মোট ১৭টি প্রকাশনা সংস্থা। এছাড়াও রয়েছে বিলাতের বঙ্গবন্ধু বইমেলা, প্রবাস প্রকাশনী, মেট্রোমেঘ, কবিতাস্বজন, স্পন্দনসহ বেশকিছু স্টল। থাকবে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু মঞ্চ’।
আপনারা জানেন যে, এ বছর জাতীয়ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে। আপনারা আরও জেনে খুশি হবেন যে, এ বছর আমরাও আমাদের পুরো আয়োজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।
সুপ্রিয় সাংবাদিকবৃন্দ
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি। সঙ্গে থাকছে তিনসদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন—যুক্তরাজ্যস্থ বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মিস সাঈদা মুনা তাসনীম, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের নির্বাহী মেয়র জনাব জন বিগ্স, মহান একুশের অমর গানের রচয়িতা বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগের চেয়ারম্যান ভীষ্মদেব চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ড. শাহাদুজ্জামান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক জনাব নঈম নিজাম এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী।
আগামী ৮ই সেপ্টেম্বর সকাল ১১:৩০ মিনিটে ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারের সামনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আমরা এই মেলা উদ্বোধন করার প্রস্তুতি নিয়েছি। মেলায় আগত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ সবাইকে নিয়ে মেলা উদ্বোধন করবেন বাংলাদেশের হিরন্ময় ইতিহাসের সূর্যসন্তান, আমাদের সংগঠনের সম্মানীত প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আবদুল গাফ্ফার চৌধুরী।
দু’দিন ব্যাপী এই মেলা ও উৎসব চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। পাশাপাশি স্টুডিও থিয়েটারে প্রথমদিন থাকবে উদ্বোধনী অনুষ্টান, আলোচনাসভা, পদকপ্রদান, কবিদের কন্ঠে কবিতাপাঠ, কবিতা আবৃত্তি, এবং সব শেষে বিলেতের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।
দ্বিতীয় দিনে তিনটি সেমিনার রয়েছে।
১। প্রথম সেমিনার শুরু হবে দুপুর বারোটায়। বিষয় : ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সরকারের পরিকল্পনা’। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ড. শেখ মুসলিমা মুন, ডেপুটি সেক্রেটারি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
২। দ্বিতীয় সেমিনার শুরু হবে বিকেল ২:৩০। বিষয় : ‘অনাবাসী সাহিত্য’। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বিলেতবাসী কবি হামিদ মোহাম্মদ।
৩। তৃতীয় সেমিনার শুরু হবে বিকাল ৩.৩০। বিষয় : লেখক ও প্রকাশ সম্পর্ক।
সেমিনার তিনটির আলোচনায় অংশগ্রহণ করবেন- ড. ভীষ্মদেব চৌধুরী, ড. শাহাদুজ্জামান, শামীম আজাদ, নঈম নিজাম, ওসমান গণি, ড. মুকিদ চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, মিলটন রহমান প্রমুখ।
দ্বিতীয় দিনের তৃতীয় পর্বে আরও রয়েছে লেখক, কবি ও শিল্পীদের নিয়ে কবিতাপাঠ, গল্পবলা এবং সঙ্গীতানুষ্ঠান। এর বিস্তারিত বিবরণ আমাদের প্রকাশনায় আছে।
সুপ্রিয় সাংবাদিকবৃন্দ
আমরা উল্লেখ করতে চাই যে,আমাদের এই মেলায় আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতার আশ্বাস পেয়েছি। তবে প্রতি বছরের মতো এবছরও আমরা সংগঠনের সদস্যদের চাঁদার পাশাপাশি কমিউনিটির বিশিষ্টজনের সহযোগিতায় মেলা অনুষ্ঠানের কাজ চালিয়ে যাচ্ছি। এই সহযোগিতায় মূল স্পন্সর হিসাবে এগিয়ে এসেছেন চ্যানেল-এস এবং এটির কর্ণধার মাহি ফেরদৌস জলিল, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্যবসায়ী এম এ গণি এবং এনামুল মুনিম লোদী (শামীম লোদী)। এছাড়া আরও যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন আমরা তাদের নাম আমাদের প্রকাশনায় উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।
ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারের দুইদিনের ভাড়াবাবত যে খরচ আসে তা মওকুফের জন্য আমরা টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। গত বছর কাউন্সিল কর্তৃপক্ষ আমাদের আবেদনের পরিপেক্ষিতে অর্ধেক ভাড়া মওকুফ করেছিলেন। সে জন্য আজকের এই সুযোগ আমরা আমাদের নির্বাহী মেয়র, সম্মানীত কাউন্সিলারবৃন্দ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করছি এবছরও আমরা কাউন্সিলের কাক্সিক্ষত সহযোগিতা পাব।
সুপ্রিয় সাংবাদিকবৃন্দ
বহু সংস্কৃতির লালনভূমি যুক্তরাজ্যের লন্ডন শহরে আমাদের এই বইমেলা ও উৎসবের মূল লক্ষ্য হচ্ছে—বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ও লালনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ-প্রজন্মকে শিকড়ের সন্ধান দেয়ার পাশাপাশি বিশ্ববাঙালির মেলবন্ধন রচনা করা। আমাদের সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য কাজ করা। অতীতের মতো আজও আমরা আপনাদের কাছে সকল প্রকারের সাহায্য ও সহযোগিতা কামনা করছি, আবেদন জানাচ্ছি।
ধন্যবাদান্তে
ইকবাল হোসেন বুলবুল
সাধারণ সম্পাদক
(দূরালাপনী: ০৭৪৪৭৯২১৫৭৬)