সিলেটে ৩ প্রবাসীর উপর হামলায় আরেক ছাত্রলীগকর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:২৫:২১,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩০৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর জল্লারপাড়স্থ পাঁচভাই রেস্টুরেন্টে তিন যুক্তরাজ্য প্রবাসীকে মারধর ও তাদের গাড়ী ভাঙচুরের ঘটনায় জাহেদ নামে আরেক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহেদ নগরীর মদিনা মার্কেট পল্লবী আবাসিক এলাকার ২৬/বি কামার গলির শফিক মিয়ার পুত্র।
এর আগে এ ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা হলেন- লিটন, শিপন, নোমান, পলাশ, দিপু রায় ও সাগর তালুকদার।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এবাদউল্লাহ বলেন, অনেক কৌশল করে ফাঁদ পেতে জাহেদকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদেরও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৬ আগস্ট জল্লারপাড়স্থ পাঁচভাই রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হওয়ার সময় নাহিয়ান, হাসান ও রিমন নামে তিন যুক্তরাজ্য প্রবাসীর ওপর হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা। এতে গুরুতর আহত হন তারা। এসময় তাদের প্রাইভেট কারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামী করে একটি মামলাটি দায়ের করেন ওই তিন প্রবাসীর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম।