আনোয়ার শাহজাহানকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানিয়েছে শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকে
প্রকাশিত হয়েছে : ৭:১১:৪৫,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১০ বার পঠিত
সিলেটি অফিস:
মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের নামে ফেসবুকে ভুয়া আইডি এবং পেজ খুলে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর জন্য নিন্দা জানিয়েছেন শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, ব্রিটেনে গোলাপগঞ্জের একটা সুনাম ছিল। ছিল একে অন্যের প্রতি ভালোবাসা, সম্মান এবং ভ্রাতৃত্ববোধ। কিন্তু গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের বিগত নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতায় দিন দিন গোলাপগঞ্জের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আমাদের মধ্যে সম্প্রীতি- ভালবাসা, সহানুভূতি ও সহযোগিতার হাত আমরা দিন দিন হারাতে বসেছি।
নেতৃবৃন্দরা আরো বলেন, কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে একটি দুষ্টুচক্র ফেসবুক বিভিন্ন ভুয়া এবং বেনামী আইডি খুলে গোলাপগঞ্জ কমিউনিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে বিভিন্ন অপরিচিত ফোন নম্বর দিয়ে ম্যাসাজ লিখে কমিউনিটিকে একটি লজ্জাজনক স্থানে নিয়ে যাচ্ছে। যাহা মোটেও কমিউনিটি জন্য শুভ নয়।
সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের জেনারেল সেক্রেটারি এবং গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ- সভাপতি আনোয়ার শাহজাহানের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এই দুষ্টুচক্র ফেইসবুকে অপপ্রচার চালানোর জন্য গোলাপগঞ্জ উপজেলা মডেল থানায় জিডি করতে বাধ্য হন। নেতৃবৃন্দরা এসব নিন্দনীয় কাজ থেকে বিরত থাকার জন্য ঐসকল ফেক আইডির চালক এবং হোয়াটসঅ্যাপ এডমিনদের অনুরোধ জানান।
শরিফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের পক্ষে বিবৃতি দিয়েছেন, সভাপতি মোঃ মুহিবুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন।