জঙ্গিদের অর্থায়ন মামলায় নারী আইনজীবীর বিরুদ্ধে পরোয়ানা!
প্রকাশিত হয়েছে : ১:৩২:৫৯,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জঙ্গিদের অর্থায়ন ও প্রশিক্ষণের অভিযোগে দায়ের করা দুটি মামলায় বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ দুই মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানা ছাড়াও আরো ৯ জনের বিরুদ্ধে গেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া মামলার ৬১ আসামির বিরুদ্ধে বিচার শুরুরও আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রামের জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে নাশকতার জন্য অর্থায়নের অভিযোগে এ দুইটি মামলায়
চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল জজ মোহাম্মদ আবদুল হালিমের আদালত মঙ্গলবার অভিযোগ গঠন করেন।
শাকিলা ফারজানা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ও প্রয়াত বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা।
শাকিলা ফারজানার আইনজীবী এড. আবদুস সাত্তার বলেন, দুটি মামলায় ৬১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আসামি ব্যারিস্টার শাকিলা ফারজানা অসুস্থ থাকায় তিনি এখন দেশের বাইরে। এ তথ্য জানিয়ে আদালতে সময়ের আবেদন করলেও তা নামঞ্জুর করে শাকিলা ফারজানার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলায় মাদরাসাতুল আবু বকর নামে একটি মাদরাসায় ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে’ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছিল র্যাব। ২১ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার লটমণি পাহাড়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
২০১৫ সালের ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে র্যাব-৭ এর কর্মকর্তারা জানান, হাটহাজারী ও বাঁশখালী থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিরা নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের সদস্য। শহীদ হামজা ব্রিগেডের তিনটি সামরিক উইং আছে। এগুলো হলো- গ্রিন, ব্লু এবং হোয়াইট। প্রত্যেক উইংয়ে সাতজন করে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য আছেন। ২০১৩ সালের নভেম্বরে চট্টগ্রাম নগরের ফয়’স লেকে একটি রেস্টুরেন্টে সভা করে এই জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ ঘটান সংগঠকরা।
পরে ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯), অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫) কে গ্রেফতার করা হয়। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করা হয়।