ছাত্রলীগ বলছে তারা নয়, তাহলে কারা আয়োজক!
প্রকাশিত হয়েছে : ১২:১৪:৫৭,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৯ | সংবাদটি ১৫৯৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুরআনে খতম, হামদ-নাত ও দোয়া মাহফিলের একটি প্রচারণা পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ, ইসলামিক শিল্পিদের নাম সম্বলিত ছড়িয়ে পড়া পোস্টারে মাহফিলের আয়োজক বাংলাদেশ ছাত্রলীগ।
তবে এ অনুষ্ঠানের আয়োজক তারা নয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
তাহলে ছাত্রলীগ আয়োজক না হলে কে বা কারা, কি উদ্দেশ্যে এ প্রচারণা চালিয়ে যাচ্ছে তা নিয়ে সর্বমহলে চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে দেশের আলেম সমাজের নাম দিয়ে কেন এমন প্রচারণা করা হচ্ছে।
জানাগেছে, বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আগামী ২২ আগস্ট ঢাকা ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে এ মাহফিল অনুষ্ঠিত হবে। পোস্টারে দেশ বিদেশের বিভিন্ন আলেম-ওলামা, দা’য়ী, ক্বারী, সংগীত শিল্পীদের নাম রয়েছে। এ অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী প্রধান অতিথি থাকবেন বলেও প্রচার করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সঞ্চালন করবেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গত সপ্তাহ খানেক থেকে এ পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। তবে ছাত্রলীগ, আওয়ামীলীগ বা তাদের দলীয় কারো টাইমলাইনে বা শেয়ার করতে দেখা যায়নি।
কিন্তু সোমবার (১৯ আগস্ট) ছাত্রলীগের দপ্তর বিষয়ক উপ-সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ বিন মুন্সি স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘কুরআনে খতম, হামদ-নাত, দোয়া মাহফিল’ শীর্ষক অনুষ্ঠান ও পোস্টারের সাথে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও অনুষ্ঠান বিষয়ে জানেন না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কিত অতিথি তালিকা সম্বলিত এ পোস্টার প্রকাশনা ও প্রচারের সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনতে দলীয় সিদ্ধান্তও হয়।
এসব বিভ্রান্তি এড়িয়ে চলতে দলের পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানানো হয়েছে।