কাশ্মীরে ৭০ বছরে যা হয়নি ৭০ দিনে হয়েছে: মোদি
প্রকাশিত হয়েছে : ১:২২:৫৭,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কাশ্মীরে বিগত ৭০ বছর ধরে যা হয়নি তা ৭০ দিনের কম সময়ে হয়েছে। বাতিল হয়েছে অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫-এ ধারা। কাশ্মীর ইস্যুতে গৃহীত পদক্ষেপগুলো ওই অঞ্চলে অতীতের গৌরব ফিরিয়ে আনবে। লালকেল্লায় ৭৩তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই ভাষণে মোদী বলেন, ৩৭০ ও ৩৫-এ ধারা বিলোপ করেছে মোদী সরকার। ৩৭০ বিলোপ সর্দার প্যাটেলের স্বপ্নপূরণে বড় পদক্ষেপ। এবার জম্মু-কাশ্মীর ও লাদাখের গৌরব ফিরবে। ৩৭০ অনুচ্ছেদের ফলে কাশ্মীরে সন্ত্রাস,বিচ্ছিন্নতাবাদী ও পরিবারতন্ত্রই বাস্তবায়ন হয়েছে। ৩৭০ ধারা বিলোপে কাশ্মীরের মানুষের অধিকার সুরক্ষিত হবে।
এছাড়াও কংগ্রেসকে কটাক্ষ করে মোদী আরও বলেন, ৩৭০ কেন অস্থায়ী করা হয়েছিল? কেন ৩৭০ স্থায়ী করা হয়নি? কারণ কংগ্রেস জানত, যা হয়েছে তা ভুল হয়েছে। ক্ষুদ্র রাজনীতির স্বার্থে বিলোপে সাহস করেনি। আমি দেশের স্বার্থকে রাজনীতির উর্দ্ধে রাখি। আগের সরকারগুলোর এমন কঠিন পদক্ষেপ নেওয়ার সাহস ছিল না। কারণ, তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। আমি আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমার কাছে দেশের ভবিষ্যতই আগে।