কাশ্মীরি যুবতীদের বিয়ে করতে কর্মীদের তাগিদ বিজেপি নেতার!
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:১৪,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯০৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ও ৩৭০ ধারা প্রত্যাহার ঘিরে চূড়ান্ত টানাপোড়েন উপত্যকায়। মোদী সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সংসদে সরব হয়েছেন বিরোধীরা। বিশেষ মর্যাদা প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। যদিও এসবে মোটেও বিচলিত নয় শাসকদল বিজেপি। বরং কাশ্মীরকে নিজেদের ‘জয়’ হিসেবেই দেখছে গেরুয়া শিবির।
আর সেই জয়ের কারণেই হয়তো বিতর্কিত মন্তব্য থেকে পিছপা হচ্ছেন না বিজেপি নেতারা। প্রমাণ মিলল উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বিধায়ক বিক্রম সাইনির কথায়। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি, ‘‘৩৭০ ধারা আর নেই। এবার অবিবাহিত বিজেপি কর্মীরা জম্মু ও কাশ্মীরে সম্পত্তি কিনতে পারবেন ও কাশ্মীরি যুবতীকে বিয়ে করতে পারবেন।’’
এখানেই না থেমে, বিজেপি বিধায়ক আরও বলেন, ‘’মুসলিম কর্মীদের তো আরও খুশি হওয়া উচিত। ফর্মা কাশ্মীরি মেয়ে বিয়ে করতে পারবেন।’’মঙ্গলবারের এই জনসভা থেকে ‘কাশ্মীর স্বাধীনতা পেয়েছে’ দাবি করে সাইনি বলেন, ‘‘এবার কাশ্মীরের যুবতীদের বিয়ে করা যাবে।’ বারবার এই প্রসঙ্গেই মন্তব্য করেন মুজাফ্ফরনগরের বিধায়ক।
পরে এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বিজেপি বিধায়ক বলেন, ‘‘আমি বিতর্কিত কোনও মন্তব্য করিনি। যা বলেছি ঠিকই বলেছি।’