হামলার ভয়ে ভারতের ৭ রাজ্য ও ১৯ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার!
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৫০,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কাশ্মীর ইস্যুতে নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের সাতটি রাজ্য ও ১৯টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) থেকেই এ সতর্কতা জারি করা হয়।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, ৩৭০ ধারা বাতিলের পর নতুন করে সন্ত্রাসবাদী হামলার ছক কষছে জইশ-ই-মোহাম্মদ। দেশটির গোয়েন্দারা বলছে, কাশ্মীর ও ৭টি রাজ্যে বড় ধরনের হামলার চেষ্টা চালাচ্ছে তারা। এরপরই সর্বোচ্চ সতর্কতা জারির সিদ্ধান্ত নেয়া হয়।
দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে আকাশপথে হামলার আশঙ্কায় ইতোমধ্যে ভারতের ১৯টি বিমানবন্দরে কড়া সতর্কতা জারি করেছে সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, ১০ থেকে ২০ আগস্ট এই বিমানবন্দরগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় টিকিট-সহ শুধু যাত্রীদেরই বিমানবন্দরের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে।