গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে আমাদের গোলাপগঞ্জ
প্রকাশিত হয়েছে : ৬:২৬:৩৩,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৯৩৪ বার পঠিত
গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস (ইউকে) এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে আমাদের গোলাপগঞ্জ।
গত ৪ ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের ওয়াটারলিলিতে অনুষ্ঠিত গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের দ্বিতীয় নিবার্চনে ২৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হিসাবে নিবার্চিত হয়েছেন গোলাপগঞ্জ পৌরসভা থেকে তমিজুর রহমান রঞ্জু, বাদেপাশা ইউনিয়ন থেকে সাধারন সম্পাদক এনামুল হক লিটন এবং লক্ষ্মিপাশা ইউনিয়ন থেকে কোষাধ্যক্ষ জিয়াউল হক শামীম।
উল্লেখ্য ২০১২ সালে যুক্তরাজ্য বসবাসরত গোলাপগঞ্জ উপজেলাবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে। কমিটির প্রথম সভাপতি নিবার্চিত হয়েছিলেন সায়াদ আহমদ সাদ এবং সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
এদিকে আমাদের গোলাপগঞ্জ ফোরামের পক্ষ থেকে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আনোয়ার শাহজাহান। তিনি নতুন নেতৃত্ব গোলাপগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়ন ও আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নবনির্বাচিত কমিটি প্রবাসী গোলাপগঞ্জবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আরো শক্তিশালী সংগঠন গঠনে বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন।