অস্ত্র সাজিয়ে ‘ট্রাম্প’ লেখা ছবিতে লাইক দেয় হামলাকারী!
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৩৪,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাষ্ট্রে পর পর দু’দিনে বন্দুক হামলায় নিহত হয়েছেন ৩০ জন। এরমধ্যে শনিবার (৩ আগস্ট) টেক্সাসের এল পাসো শহরের সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের স্টোরে বন্দুক হামলায় ২০ জন এবং রবিবার (৪ আগস্ট) ওহাইওর ডেটনে বারের বাহিরে বন্দুক হামলায় নিহত হত আরো ১০ জন।
শনিবার শপিং মলের দোকানে হামলাকারীকে গ্রেফতারও করা হয়েছে। আর বারের বাহিরে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। তবে সে তার নিজের হামলায় নিহত হয়েছে নাকি অন্য কারো হামলায় নিহত হয় তা এখনও জানাযায়নি।
এদিকে, শনিবারের হামলার ঘটনার পর একটি অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে টুইটার। অ্যাকাউন্টটি থেকে পোস্ট করা একাধিক বন্দুকের একটি ছবিতে লাইক দেন ক্রুসিয়াস। ছবিতে বন্দুকগুলো এমনভাবে সাজানো ছিল যা দেখলেই বোঝা যায় দেশটির প্রেসিডেন্ট ট্রাম্পের নাম লেখা।
ঐ হামলাকারীকে ঘটনাস্থল থেকেই আটক করাহয়। ঘটনারদিন বিকেলে এই ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াসকে শনাক্ত করে বলে বেশকিছু গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম নিউজউইক।
কর্তৃপক্ষের বেশ কয়েকটি সূত্র নাম না প্রকাশের শর্তে দেশটির গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কাছে হামলাকারীর পরিচয় প্রকাশ করে।
কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার দুটি এবং টেক্সাস সরকারের একটি সূত্র দেশটির গণমাধ্যম সিএনএনকে জানায়, ক্রুসিয়াস অঙ্গরাজ্যটির ডালাস শহরের একটি অ্যালেন উপশহরের বাসিন্দা।
সরকারি তথ্য মতে, এল পাসো থেকে প্রায় ৬৫০ মাইল দূরবর্তী অ্যালেনে ক্রুসিয়াসের একটি বাসা ছিল। তিনি ২০১৬ সালের নির্বাচনে ভোট দেয়ার জন্য নিবন্ধিত হন কিন্তু কোন দলের সমর্থক তা প্রকাশ করেননি।
এদিকে কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, তারা একটি ঘোষণাপত্র তদন্ত করছে। তবে এটি ক্রুসিয়াসের সঙ্গে সম্পৃক্ত কিনা তা নিশ্চিত নয়।
এতে অভিবাসীদেরকে কটাক্ষ এবং গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যার্যান্টের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে।