গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের প্রাক্তন সভাপতি মস্তফা মিয়ার মাতার মৃত্যুতে শোক
প্রকাশিত হয়েছে : ৮:৪৪:৫৮,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৬ | সংবাদটি ৯৬৪ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি মস্তফা মিয়ার মাতা গত ২৩ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১ ঘটিকায় তাহার নিজের বাড়িতে মৃত্যু বরন করেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।” মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। মরহুমার গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামে। গতকাল মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বিশিষ্ট কমিউনিটি সংগঠক মস্তফা মিয়ার মাতার মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন রঞ্জু-আক্তার-আফছর পরিষদের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী তমিজুর রহমান রঞ্জু, সভ-সভাপতি পদপ্রার্থী দিলওয়ার হোসেন, জালাল হোসেন খান, জামান মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদপ্রার্থী আফছারুল ইসলাম আফসার, যুগ্ম সম্পাদক পদপ্রার্থী মিছবা মাছুম, মেম্বারশীপ সেক্রেটারি সালেহ আহমদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি পদপ্রার্থী কামাল উদ্দিন, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী ফারহাত বাছির, এসিসট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি রফি আহমদ চৌধুরী সিবা, ইসি মেম্বার পদপ্রার্থী আমিনুল ইসলাম রাবেল, আজিজুর রহমান, ফখরুল ইসলাম, হাম্মাদ আল হাদী, আব্দুল মুমিত রুহেল ও ইকবাল হোসেন।
এদিকে আরো যারা শোক জানিয়েছেন তারা হলেন রঞ্জু-আক্তার-আফছর পরিষদ এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সচিব আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমদ সাদ, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বাছির ও জাকির হোসেন প্রমুখ।
বিবৃতিদাতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।