কুরবানী নিয়ে আপত্তিকর মন্তব্য, শিক্ষার্থী আটক!
প্রকাশিত হয়েছে : ২:৪৪:২৬,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরবানি নিয়ে আপত্তিকর পোস্ট করায় মাগুরার মহম্মদপুরে হিন্দু ধর্মালম্বী এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) রাতে রাজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীর নাম শুভ সরকার (১৮)। সে রাজাপুর এলাকার মহানন্দ সরকারের ছেলে। সে সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, শুভ সরকার গত মঙ্গলবার ইসলাম ধর্মের কোরবানির বিধানকে কটাক্ষ করে ফেসবুকে লিখে- ‘এ কেমন ধর্ম, হাজারও পশু হত্যা করে উৎসব পালন’। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পরে ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়ার উপক্রম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শুভ সরকারকে আটক করে।
মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে শুভ সরকারকে আটক করা হয়। তাকে মাগুরা আদালতে হাজির করা হয়েছে।