ইনজেকশন পুশ করা ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ
প্রকাশিত হয়েছে : ১২:১০:০১,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪০ বার পঠিত
কয়রা (খুলনা) সংবাদদাতা:: খুলনার কয়রা উপজেলার দেউলিয়া বাজার মৎস্য আড়তের কাছ থেকে ইনজেকশন পুশ করা ৬০ কেজি বাগড়া চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ( ১ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যামান আদালত পরিচালনা করে ৪৫ হাজার টাকা মূল্যের সাগু ও জেলি পুশকরা চিংড়িগুলো আটক করেন।
জানা গেছে, গোবরা গ্রামের নুর উদ্দিন গাজীর পুত্র মাসুম বিল্লাহ তার বাড়িতে বসে সাগু ও জেলি বাগদা চিংড়িতে পুশ করে ড্রামে করে কয়রা সদরের দেউলিয়া বাজারে মৎস্য আড়তে নিয়ে যাওয়ার পথে ভ্রাম্যমান আদালত সমুদয় চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলে এবং অভিযুক্ত মাসুম বিল্লাহকে ৬ মাসের জেল দেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এসএম আলাউদ্দিন, যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান, ভূমি অফিসের সহকারী আনিছুর রহমান, ফিরোজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।