সাত বছরের শিশুর মুখে মিললো ৫২৬ দাঁত!
প্রকাশিত হয়েছে : ১:০১:৫৬,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মাত্র ৭ বছরের শিশু। তার মুখে অস্ত্রোপচার করে বিভিন্ন সাইজের ৫২৬টি দাঁত বের করা হয়েছে। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে। এমন ঘটনা বিশ্বের চিকিৎসা ইতিহাসে বিরল।
চিকিৎসকরা জানান, চোয়াল কেটে তার ভিতর থেকে একটি থলির মত অংশ পাওয়া যায়। যার ওজন ছিল ২০০ গ্রাম। সেই থলির মধ্যেই তৈরি হয়েছিল ৫২৬টি দাঁত। এর মধ্যে এমন কয়েকটি অতি ক্ষুদ্র দাঁতও ছিল।
ওই শিশুর যখন বয়স ৩ বছর, তখনই তার বাবা-মা লক্ষ্য করেন ছেলের চোয়ালের কাছে ফোলা। তখন বিষয়টি তারা বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু ফোলাটা দিন দিন বাড়তে থাকে। ৭ বছর বয়সে শিশুটির বাবা-মা চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক এক্স-রে ও সিটি স্ক্যান করে। সেই রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারের সময় ওই শিশুরটির চোয়াল কাটা হয়। তখনই তার ভিতর থেকে বেরিয়ে আসে একটি থলের মত বস্তু। সেটি কাটতেই তার মধ্যে ৫২৬টি দাঁত পাওয়া যায়। ৫ ঘণ্টা লাগে এই বিরল অস্ত্রোপচার করতে। তবে অস্ত্রোপচারের পর ওই শিশুটি ভাল আছে। দ্যা হ্যান্ট নিউজ।