গোলাপগঞ্জ বাঘা হাওরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩:২৩:৩০,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার বাঘা হাওরে খেলতে গিয়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু বাঘা মুসলিমাবাদ গ্রামের আব্দুল খালিকের পুত্র জিসান আহমদ।
জানা যায়, শুক্রবার সকালে খেলতে খেলতে বাড়ির পাশে বাঘা হাওড়ে পড়ে যায় জিসান। পরিবারের সদস্যরা জিসানকে খোঁজতে থাকেন। এ সময় বাঘা হাওরে ভাসমান অবস্থায় শিশু জিসানকে দেখতে পেয়ে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।