ছেলে ধরা সন্দেহে দেশজুড়ে নির্মম হত্যাকাণ্ড!
প্রকাশিত হয়েছে : ১:১৬:৩৮,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯ | সংবাদটি ৮৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ছেলে ধরার সন্দেহে দেশজুড়ে চলছে নির্মম হত্যাকাণ্ড। এবার সেই নির্মমতার বলি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক বাকপ্রতিবন্ধী যুবক। পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। জেলার পৃথক স্থানে আরেক নারীকে পিটিয়ে আহত করেছে উত্তেজিত জনতা।
রবিবার (২১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার হারুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, শনিবার যে ছেলেটিকে পিটিয়ে মারা হয়েছে সে বাকপ্রতিবন্ধী ছিল। সে ছেলে ধরা নয়। এ ঘটনায় মামলা হয়েছে। একজন নারীকেও পিটিয়েছে সে ঘটনায়ও মামলা হয়েছে। পৃথকভাবে দুটি মামলার প্রেক্ষিতে ১৪ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ছেলে ধরার গুজবে কেউ কান দিয়েন না। যদি আপনারা কাউকে সন্দেহ করেন তাহলে পুলিশকে খবর দিন। নিজ হাতে আইন তুলে নিবেন না।
প্রসঙ্গত, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ছেলে ধরার গুজবে গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এতে অনেকেই নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। অনেকে মারাত্মকভাবে আহত হয়েছেন।
গত কয়েকদিন থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় গণপিটুনিতে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।