পরকীয়া জেরে যুবক খুন, কথিত প্রেমিকা আটক!
প্রকাশিত হয়েছে : ১০:০১:৪৮,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত
নড়াইল থেকে সংবাদদাতা:: নড়াইলে পরকীয়ার জেরে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় কথিত এক প্রেমিকাকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে ঘটে। নিহত যুবকের নাম আক্কেল মোল্যা (৩৫)। সে গোপালগঞ্জ সদরের চরতালা গ্রামের এলেম মোল্যার ছেলে। পরকীয়া প্রেমের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় কথিত প্রেমিকা মারুফা বেগমকে (৩০) আটক করা হয়েছে। তবে মারুফার স্বামী মাহবুব শেখসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আক্কেল মোল্যার সঙ্গে নড়াইলের জয়নগর গ্রামের মাহবুব শেখের স্ত্রী মারুফার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাহবুবদের বাড়ির কাছেই দেবদুন গ্রামে আক্কেল মোল্যার শ্বশুরবাড়ি। তার শ্বশুরের নাম সরোয়ার মোল্যা। আক্কেল শ্বশুরবাড়িতে যাওয়া-আসার সূত্র ধরেই মারুফার সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন।
এ ব্যাপারে নড়াইলের নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, পরকীয়ার জের ধরে আক্কেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তার ডান চোখে আঘাতের চিহৃ রয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনায় মারুফাকে আটক করেছে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে।