বিপদসীমার উপর সুরমার পানি!
প্রকাশিত হয়েছে : ৩:৩০:৫৯,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩০৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় বন্ধ রয়েছে তাহিরপুরের সাথে জেলা সদরের যোগাযোগ।
পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমার ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৪১ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা, যাদুকাটা, বৌলাই, রক্তিসহ সব নদীর পানিও বেড়েছে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা এলাকায় প্রায় ২ কিলোমিটার এলাকা পানিতে ডুবে গেছে। ফলে জেলা সদরের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
একই সাথে আনোয়ারপুর ও শক্তিয়ার খলাসহ বিভিন্ন এলাকার বেশ কিছু বাড়িঘরও তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।