বউ নিয়ে দ্বন্দ্বে কথিত স্বামীর হাতে আসল স্বামী খুন!
প্রকাশিত হয়েছে : ৪:৩৯:১৩,অপরাহ্ন ২৬ জুন ২০১৯ | সংবাদটি ৪৬৬৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরগুনায় বউ নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীর কথিত সাবেক স্বামীর চাপাতির কূপে রিফাত শরীফ (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
রিফাত বরগুনা সদর উপজেলার বুড়িরচের মাইঠা-লবনগোলা এলাকার দুলাল শরীফের ছেলে। সে ছাত্রলীগের জেলা কমিটির সদস্য।
বুধবার (২৬জুন) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে যখম করে তিন যুবক। বিকেল চারটার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রিফাতকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ইতোমধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ধারালো দা দিয়ে রিফাতকে একের পর এক কোপ দিতে থাকে দুই যুবক। ওই সময় রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি দুই যুবককে বারবার প্রতিহতের চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনাটি পুলিশের সিসি ক্যামেরার আওতায় ছিল।
পুলিশ প্রত্যক্ষদর্শী ওই এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, সকাল সাড়ে দশটার দিকে কলেজের সামনে তিনজন যুবক রিফাতকে চাপাতি দিয়ে কুপিয়ে যখম করে ফেলে রেখে যায়। তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।
নিহত রিফাতের বাবা দুলাল শরীফ জানান, দুইমাস আগে রিফাত পুলিশ লাইন এলাকার কিশোরের মেয়ে আয়শা আক্তার মিন্নিকে বিয়ে করে। নিজের সাবেক স্ত্রী দাবি করে পশ্চিম কলেজ সড়কের নয়ন নামের এক যুবক মিন্নিকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে। এ নিয়ে রিফাতের সাথে নয়নের বিরোধীতার সৃষ্টি হয়। এর জেরে সকালে নয়ন, রিফাত ফরাজী, রিশান ফরাজী ও রাব্বি আকন রিফাতকে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।
বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবির হোসেন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িত নয়নসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।