দুর্ঘটনা রোধে রেলপথ ও সড়কপথের পাশে বেষ্টনী তৈরি করা হবে!
প্রকাশিত হয়েছে : ৯:২৬:০৪,অপরাহ্ন ২৬ জুন ২০১৯ | সংবাদটি ২৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনায় আহতদের খোঁজ খবর নিতে সিলেট ওসমানী হাসপাতাল পরিদর্শন করেছেন পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বুধবার (২৬ জুন) সকালে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্যপ্রাণী রক্ষা করতে বন ও টিলার ভেতর দিয়ে তৈরি হওয়া সড়ক ও রেলপথের পাশে বেষ্টনী গড়ে তোলা হবে।
তিনি বলেন, শ্রীমঙ্গলের বনের ভেতর দিয়ে যে সকল রেল লাইন ও সড়ক গেছে তাতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু ঘটে। এ সকল দুর্ঘটনা রোধে রেলপথ সড়কপথের পাশে বেষ্টনী তৈরি করা হবে যাতে বন্যপ্রাণীদের রক্ষা করা যায়।
মন্ত্রী বলেন, এই নিরাপত্তা বেষ্টনী তৈরির লক্ষ্যে ইতিমধ্যে রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ে চিঠি প্রদান করা হয়েছে। আশা করি অতি শীঘ্রই এই কাজ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. মাহবুবুল হক।