হতাহতদের দেখতে ‘ট্রেনে’ সিলেট আসছেন রেলমন্ত্রী!
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৪৯,অপরাহ্ন ২৫ জুন ২০১৯ | সংবাদটি ৩০০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার হতাহতের দেখতে ঢাকা থেকে ট্রেনে চড়েই সিলেটে আসছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলাবর রাত পৌনে দশটায় কমলাপুর রেল ষ্টেশন থেকে তিনি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বুধবার সকালে পৌছাবেন বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব আখতার উজ জামান।
সিলেট পৌছে প্রথমে মন্ত্রী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন। পরে সকাল ৯টায় ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যাবেন।
এরপর কুলাউড়ার উদ্দেশ্য রওয়ানা দেবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সাথে দেখা করবেন। সেখান থেকে দুর্ঘটনাস্থল বরমচালে যাবেন তিনি।
বিকেলে কুলাউড়া স্টেশন থেকে ফের ট্রেনযোগে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা করবেন মন্ত্রী।
প্রসঙ্গত গত সোমবার রাতে কুলাউড়ার বরমচালে সেতু ভেঙ্গে খালে পড়ে যায় ট্রেনের ৪টি বগি। এতে ৪জন নিহত ও শতাধিক আহত হন।