সিলেটের নতুন পুলিশ সুপার ফরিদ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১০:২১:২৭,অপরাহ্ন ১৩ জুন ২০১৯ | সংবাদটি ১৩৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনারের দায়িত্বে আছেন। বৃহস্পতিবার তাকে সিলেটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
সিলেটের বর্তমান এসপি মো. মনিরুজ্জামানকে ঢাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।