বন্ধুদের সাথে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৫৮,অপরাহ্ন ১৩ জুন ২০১৯ | সংবাদটি ৩২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কানাইঘাটে খেলার সময় ছাদ থেকে পড়ে ষষ্ট শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চার তলা কোয়ার্টার ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেডক্লার্ক মো. নুরুজ্জামানের মেয়ে। তার বাড়ি সুনামগঞ্জের জামালপুর উপজেলায়।
৪ তলা ভবনের কোয়ার্টারের ঐ ছাদে বন্ধুদের সাথে ফাহমিদা কানামাছি খেলছিল। ঐ সময় পা-পিচলে সে ছাদের উপর থেকে মাটিতে পড়ে যায়। তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন। নিহত ফাহমিদা ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল।