গোলাপগঞ্জে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে বৃদ্ধকে হত্যা
প্রকাশিত হয়েছে : ১০:১৯:১৫,অপরাহ্ন ২৫ মে ২০১৯ | সংবাদটি ১৩৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যাত্রীবাহী বাস যাত্রীদের আদর করে গাড়িতে তুললেও নামাতে গিয়ে প্রায় ধাক্কা দিয়েই ফেলে দেয়। এরকম ঘটনা হরহামেশাই সিলেট-জকিগঞ্জসহ প্রায় সকল সড়কে বেড়ে চলেছে।
শনিবার সকালে এমনই একটি ঘটনা ঘটে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সম্মুখে। গাড়ি না থামিয়ে যাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দিলে চাকায় পিষ্ট হয়ে মারা যান ময়নুল হক (৬৫) নামে এক বৃদ্ধ। তিনি উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা।
জানাযায়, গোলাপগঞ্জ চৌমুহনী থেকে বাসযোগে বাড়ি ফিরিছিলেন ময়নুল হক। তাঁর গন্তব্যস্থল সদর ইউনিয়ন পরিষদের সম্মুখে গাড়ি আসলে নামিয়ে দিতে বলেন হেলপারকে। গাড়ি না থামিয়েই ধাক্কা দিয়ে ময়নুল হককে নামিয়ে দেয় হেলপার। এসময় তিনি ঐ গাড়িরই চাকায় পিষ্ট হয়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীর জানান, ময়নুল হক বাড়িতে যাওয়ার জন্য গোলাপগঞ্জ থেকে জকিগঞ্জের একটি বাসে (সিলেট -জ-১১-০৭৯৯) উঠলে বাড়ির রাস্তায় নামছিলেন। এ সময় তড়িঘড়ি করে বাস ছেড়ে দিতে ওই বাসের হেলপার ময়নুল হককে ধাক্কা দিলে তিনি চাকায় পিষ্ট হয়ে মারা যান।
ময়নুল হকের পরিবার ও স্বজনদের অভিযোগ ধাক্কা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) দিলিপ কান্ত নাথ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িত বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ বষিয়ে এখনও কোন মামলা হয়নি বলেও জানান তিনি।