চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:৪৬,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৩) রাত ৮টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে বলে আগ্রাবাদ ফায়ার স্টেশন সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, রাত আটটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মোবাইল ফোনে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।