দুইদিনে অবৈধ ৩২ ট্রাভেল এজেন্সিকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০:৪১:৩৯,অপরাহ্ন ১৫ মে ২০১৯ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: তিউনিসিয়ায় নৌকাডুবির পর গত ২দিনে সিলেটের ৩২ টি অবৈধ ট্রাভেল এজেন্সিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে প্রায় ৬ রাখ টাকা।
তিউনিসিয়ায় নৌকাডুবিতে ৬০ অভিবাসীদের মধ্যে সিলেটের ২০ জন নিহতের ঘটনায় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মাঠে নামে প্রশাসন। এ ঘটনার পর মানবপাচারে জড়িত অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিলেটের জেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় পাঁচটি টিম শহরের বিভিন্ন স্থানে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযান চালায়।
সোমবার ও মঙ্গলবার (১৩ ও ১৪ মে) দু’দিনের অভিযানে ৩২ প্রতিষ্ঠানকে প্রায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) শহরের মহাজনপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। অভিযানে আটটি ট্রাভেল এজেন্সিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়।
এর আগে সোমবার (১৩ মে) দিনভর অভিযানে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে ২৪টি ট্রাভেল এজেন্সিকে পৌনে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় আটজনকে।
অভিযানে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি বাংলাদেশ (আটাব) সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, দু’দিনের অভিযানে অনেক অবৈধ ট্রাভেল এজেন্সি মালিকরা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছেন। তবে এ অভিযান অব্যাহত রাখা হবে।