মাওলানা শফিকুল হক আমকুনীর জানাযা রবিবার বিকাল ৩ টায়
প্রকাশিত হয়েছে : ৬:২২:২৬,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৫৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের প্রবীণ আলেম, জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনীর জানাযা রবিবার বিকাল ৩ টায় সিলেট আলিয়া মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে সিলেট মানিকপীর টিলায় দাফন করা হবে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
গোলাপগঞ্জের কৃতিসন্তান সিলেটের সর্বজন শ্রদ্ধেও আলেম মাওলানা শফিকুল হক আমকুনী শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর মিরাবাজারস্হ তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি ও সিলেট জেলা শাখার আহবায়ক ছিলেন।
সোবাহানীঘাট মাদ্রাসার মুহতামীমের পাশাপাশি তিনি সোবহানীঘাট মসজিদের মুতাওয়াল্লি ও খতিব হিসেবে আজীবন দায়িত্ব পালন করে গেছেন।
মাওলানা আমকুনী নিজ গ্রাম আমকুনা মসজিদ থেকে শিক্ষাজীবনের সূচনা করেন। পরবর্তীতে গোলাপগঞ্জের ঢাকা উত্তর রানাপিং মাদরাসা, বিয়ানীবাজারের দেউলগ্রাম মাদরাসা, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও পাকিস্তানের নিউ টাউন করাচি হতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।